কিছু মনোহারি ক্ষণ আমার হয়ে আসে

3114

বুনোফুলের ঘ্রাণে মাতাল
পথে যখন হাঁটি,
পায়ে তলায় থাকে আহা
ভেজা দূর্বার পাটি।

কিছু ছিঁড়ে হাতে রাখি
কিছু আঁচল ভরি,
কী আনন্দে ভাসাই রোজই
আমার জীবন তরী।

লাল পিঁপড়ে’রা বাঁধলো বাসা
ঐ না সবুজ পাতায়
তাদের তুলে রাখি আমি
নীল কবিতার খাতায়।

পাতার উপর জলের বিন্দু
ছুঁয়ে দিয়ে হাসি,
এই প্রকৃতি ফুল আর পাতা
কত ভালোবাসি।

ছন্দ তুলি মনের খাতায়
তালে তালে দুলি,
ভালো লাগে ডালে বসা
পাখির ঠোঁটের বুলি!

প্রজাপতির ডানায় ডানায়
কত রঙে ভরা,
এই সবুজের পথে হাঁটলে
কাটে মনের খরা।

ফুলগুলোকে সাজাই নিয়ে
মনদানিতে যতন,
বৃক্ষ তরু সবুযে পাই
খুঁজে সুখের রতন।

3 thoughts on “কিছু মনোহারি ক্ষণ আমার হয়ে আসে

  1. ফুলগুলোকে সাজাই নিয়ে
    মনদানিতে যতন,
    বৃক্ষ তরু সবুযে পাই
    খুঁজে সুখের রতন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।