চুমুকেই প্রশান্তি

3172

হেমন্তের রোদ এসে বারান্দা নিয়েছে দখল,
শীত নেই অল্প, উষ্ণতায় সময় আমার ভরপুর
ছুটির ফুরফুরে অবসর, নেই কাজের তাড়া,
উষ্ণতা ঠোঁট ছুঁয়ে, প্রশান্তি নেমে আসে মনে এক সমুদ্দুর।

অবসরের বুকে বসে ভাবনার বুকে নেই ঠাঁই
কি চেয়েছিলাম, পেলাম কী!
যা পেলাম সেতো অবহেলার বোয়ামেই তুলে রাখি
খুলে দেখার সাধ্যি নেই আমার,
ফুরফুরে বেলায়ও মন হলো বিমর্ষ।

চোখের জল শুকিয়ে যায়, চোখের জ্বালা রয়ে যায়
মনে কষ্টের ঘা থেকে যায় অনন্তকাল,
আমি এবেলা চুপ কথাদের ভিড়ে হারিয়েছি,
উষ্ণ জল ঢেলে দেই ইচ্ছে মনের গহীনে।

পুড়েছি যখন আরও না হয় পুড়ে হব ছাই,
আমার কোন অভিযোগ নেই
অথচ সময়কেই করি হরপল দোষী সাব্যস্ত,
সময় কেন আমার ফেললো এনে তুচ্ছতার ডাস্টবিনে।

রোদ পোহাই দেহে পাই আরাম
আর মন যে পুড়লো, কেউ করলো শীতল হিম কথায়,
অভিমানের দুয়ারে তালা দিয়ে বসে থাকি একেলা,
চায়ের কাপটাই ভাবনার সাথী আমার দিবারাতি।

মনের নাজুক পরিস্থিতি, সামলে নেই মহুর্মুহু,
এখানে সব দিয়েও তুষ্টি এনে দিতে পারি না কাউকে
সব দিয়েও নিজেকে শেষে খুঁজে পাই
অবহেলা সমুদ্দুরে কাটছি সাঁতার।

.
(স্যামসাং এস নাইন প্লাস৷ ঢাকা)

2 thoughts on “চুমুকেই প্রশান্তি

  1. সব দিয়েও নিজেকে শেষে খুঁজে পাই
    অবহেলা সমুদ্দুরে কাটছি সাঁতার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।