জলরঙ স্বপ্ন

3168

এক স্বপ্ন থেকে আর এক স্বপ্নের দূরত্ব কয়েক আলোকবর্ষ!

দুই স্বপ্নের মাঝে এসে দাঁড়ায়
সাংঘাতিক ভুল, যা শূন্যতার মুখোমুখি হবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

স্বপ্নের সারথি ছিল জলরঙ, তেলরঙ, গাছ, পাখি, নদী, ফুল, নৌকো।
কোন এক ঝড়ের রাতে কে যেন তছনছ করে দিয়ে গেছে, ভ্যান গঘের সোনালি ধানক্ষেত।

স্বপ্নেরা ছিল ক্ষণজীবী
মৃত্যুতে কেঁপে উঠেছিল
মেরুদণ্ড, স্নায়ু,মজ্জা, মাংস

আমি এখন স্মৃতি সাম্রাজ্যের পাহারাদার
জেগে থাকি হোয়াং হো-র বুক চিরে।
কোন রাতচরা পাখি ভুল পথে চলে আসে,
আর অবিরাম স্পষ্ট উচ্চারণে জেগে ওঠে
পুরনো রক্তাক্ত স্মৃতি।

নিরাপদ দূরত্ব রেখে সরে যাই এক পৃথিবী থেকে অন্য পৃথিবীতে।

2 thoughts on “জলরঙ স্বপ্ন

  1. অবিরাম স্পষ্ট উচ্চারণে জেগে ওঠে
    পুরনো রক্তাক্ত স্মৃতি।

    নিরাপদ দূরত্ব রেখে সরে যাই এক পৃথিবী থেকে অন্য পৃথিবীতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।