স্মৃতি ঝরা অতীত ধূসর মেঘে অন্তহীন মনে হয়,
অনুভূতির কোনো রং থাকে না!
লাল হলুদ কমলা সব রকম বা –নীল রঙের
অতীতগুলো ঝরে পড়ে কুয়াশার মত!
এক পলক শুধু এক পলক চেয়ে দ্যাখো ঐ সীমান্তে,
যেখানে স্বপ্নরা আজো বেঁচে আছে!
ভোরের হাওয়ায় অনুভবে বলে যায় আছি অপেক্ষায়!
ধূসর মেঘে রঙিন স্বপ্ন হাসে, শরৎ হেমন্ত শেষে শীতের
কার্নিশে পাতা ঝরা বিষণ্ণ সমুদ্র!
তুমি আমি সেই আছি,তবুও সময় বিপরীত আমাদের;
আয়নায় ঝুলন্ত চিত্রে একই মুখোশে
ভিন্ন অবয়ব!
রং চটা ঘরে ময়লা কার্পেট ঝেড়ে ঘুমাতে গেলে শুধুই
মনে হয় এই আমি সেই আমি নই!
অতঃপর…
চোখ মুছতে মুছতে ঘুম ভাঙলে নিজেকে চিনতে ভুল
হয় না! সব কিছু ভুলেই সেই আমি!
অতঃপর…
চোখ মুছতে মুছতে ঘুম ভাঙলে নিজেকে চিনতে ভুল
হয় না! সব কিছু ভুলেই সেই আমি!