উষ্ণতা বাটতে পূর্বাশায় জেগে ওঠে সূর্য,
চারিদিকে তখন বেজে ওঠে মানুষের ব্যস্ততার তূর্য;
বারান্দায় রোদ্দুর হুমড়ি খেয়ে পড়ে,
উষ্ণতা বিলায় সূর্য আমার ঘরে।
আকাশ জুড়ে কেবল সূর্যটাই একা হেঁটে বেড়ায়,
মেঘ’রা দূরদেশে হয়তো, অন্য কোথাও নিরালায়;
বাংলার আকাশে শুভ্র মেঘ’রা আর নেই,
অতি উষ্ণতা পালালো আহা দিন কাটে আনন্দেই।
এখানে দিনের বুকে কুয়াশার আবরণ
শিশিরের র্স্পশে দেহমনে জাগে সুখ শিহরণ;
আকাশ বিবর্ণ তাতে কী, হিম হাওয়ার তার বুকে উড়ে
দিনের গা ঢেকে যায় স্বচ্ছ আলোর রোদ্দুরে।
আল্লাহর নিয়ামত ভরা এই দুনিয়ার বুক
কখনো দুঃখও আসে কখনো বুক ভরা সুখ;
সূর্যের আলোর মতই ঝলমলে আলোয় ভরা আজ মন বাগান
এখানে বুকের কিনারে সুখ পোকা গায় শান্তির গান।
কান পেতে শুনি মানুষের সুর সুরাসুর
যতটুকু সুখ পাই, আলহামদুলিল্লাহ বলে কাটাই মোহ ঘোর;
তবুও রয়ে যায় বুকে অস্ফুট কিছু দুঃখবোধ
দূর্ভাবনা মন উড়লেই নিভে যায় সুখ রোদ।
ব্যথা উড়িয়ে নীল আকাশের বিবর্ণ মেঘে
কোথায় রাখা আছে সুখ আমি খুজি আগে
পেয়ে যাই সুখে বেচে থাকার উপকরণ
যেটুকু পাই স্বস্তি দু’হাতে করিয়া লই বরণ।
.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)
ব্যথা উড়িয়ে নীল আকাশের বিবর্ণ মেঘে
কোথায় রাখা আছে সুখ আমি খুজি আগে
পেয়ে যাই সুখে বেচে থাকার উপকরণ
যেটুকু পাই স্বস্তি দু’হাতে করিয়া লই বরণ।