তারা কেনো খসে পড়ে

hqde

খসে যাওয়া তারার জন্য হৃদয় কাঁদে
কখনো কখনো আকাশ পানে চেয়ে
থাকতে থাকতে চোখ ভিজে নোনা জলে।

কালো আধার রাতে খসে পড়া তারার স্মৃতিতে
ব্যাকুল হই,,ব্যথিত হই নীল কষ্টে
ছুটে যাই রাস্তার পাশে কবরের কাছে
তড়িৎ জিজ্ঞাসা করি তারা কেনো খসে পড়ে।

তারার আলোয় চলতো জাহাজ নামক জীবনটা,
দমকা হাওয়ায় ছিড়ে যেত পাল
তারা জ্বল জ্বল করে পথ দেখিয়ে নিয়ে যেত আপন ঠিকানায়।

তারা যখন আলোকিত করে ঘর
বুঝি না আমরা অনেকে
খসে পড়লে ছুটতে থাকি মিথ্যা মায়া মোহে।

6 thoughts on “তারা কেনো খসে পড়ে

  1. তারা যখন আলোকিত করে ঘর
    বুঝি না আমরা অনেকে
    খসে পড়লে ছুটতে থাকি মিথ্যা মায়া মোহে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. তারার মতোই জীবনও যায় খসে!

    তাইতো খুব ভাবায় তারার পতন!

    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।