তলানিতে ঠেকে আছে জীবনের সমস্ত তপস্যা
কিছুই উত্তীর্ণ করেনি,
পরাজিত গ্লানি
আর …
চরণ তলে নেতিয়ে থাকা জ্যান্ত শবদেহ!
ভালোবাসা ব্যতিরেকে
কিছুই ছিলোনা জীবনানন্দের দোকানে
লাল নীল ভালোবাসা
মুঠো মুঠো স্বপ্ন
স্তরে স্তরে সাজানো আশা প্রত্যাশা..
কান্নার নন্দনে
অবিশ্রান্তির ধারা
চোখের কোণে পুঞ্জিভূত স্বপ্ন!
মৃত্যু এসে দাঁড়িয়েছে সম্মুখে
এতটা নির্দয়,
এতটা বেপরোয়া ভাগ্য… এসব দেখে-
ভালোবাসা ভুলে যায় লোকে।
নিভৃতে
পুড়ছে আত্মা
ঝরছে রক্তিমা বৃষ্টি
অগণিত কবিতার আত্মহত্যা!..
কিছুই নেই অবশেষ, কেবলই কান্নার শ্লোক
নিস্তব্ধ শোক
তবু
মৃতদেহ ঘিরে সমবেত উৎসব হোক।
নিস্তব্ধ শোক
তবু
মৃতদেহ ঘিরে সমবেত উৎসব হোক।