শেষ পংক্তি উচ্চারণের আগে একবার মাছ হতে চাই।
নদীর গভীরে নদী আমি তার গভীরে যেতে চাই
বর্ষায় ভিজে শাখা প্রশাখা ছড়ায় যে কদম বৃক্ষ
আমি তার কাছে উৎসের ঠিকানায় নতজানু হতে চাই।
আমি দেবী হত্যা হুলিয়ায় ফেরারী কয়েদী আজ
তোমার কাছে আশ্রয় চাই।
শব্দরা সব সূর্যস্নানে মায়ামি কিম্বা রিমিনি বীচে।
কবিতার ঠোঁট এখন স্পিন বলের উইকেট
মিডিয়াম পেসের বদলে চাই দারুন এক অফ ব্রেক স্পেল।
মাছ হতে চাই,
শেষ পংক্তি উচ্চারণের আগে মাছ হয়ে শিখে নিতে চাই
নদীর গভীরে জলজ ভাষায়
মাছেরা কিভাবে কবিতা লিখে ঠোঁটে ঠোঁট রেখে।।
2 thoughts on “শেষ পংক্তি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমি দেবী হত্যা হুলিয়ায় ফেরারী কয়েদী আজ
তোমার কাছে আশ্রয় চাই।
শব্দরা সব সূর্যস্নানে মায়ামি কিম্বা রিমিনি বীচে।
চমৎকার এক অনুভূতি
অনেক শুভ কামনা রইল