স্পর্শ রঙ

wTs

এক রাত-ভাবতে ভাবতে ভোর
দিনের খরা উত্তাপ বর্ণ গুলো
কষ্টদায়ক; রাত কিছু বুঝে না
নীরবতা তারার আকাশ শুধু
বৃষ্টি বাদল, দুপুর রঙধনু মেঘ
তারপরও সুখ মনে করে না রাত
ভোরের শিশির সিক্ত স্পর্শ রঙ
ছড়ে যায় সমস্ত মাটির কিনারায়;
গন্ধ মাতাল চলছে তুফান গতি
দৃষ্টির জানালায় পর্দা নাই, সমাপ্তি।

১৯ পৌষ ১৪২৯, ০৩ জানুয়ারি’২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “স্পর্শ রঙ

  1. দুপুর রঙধনু মেঘ; তারপরও সুখ মনে করে না রাত
    ভোরের শিশির সিক্ত স্পর্শ রঙ …  ছড়ে যায় সমস্ত মাটির কিনারায়; 
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
      কবি মুরুব্বী দা!
      ভাল ও সুস্থ থাকবেন—

    1. পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
      কবি মহী দা!
      ভাল ও সুস্থ থাকবেন—

মন্তব্য প্রধান বন্ধ আছে।