ক্যান সে বাজায়! (গীতিকাব্য)

fty

বসে আমি এই নিরালে
ডাকি তোমায় চোখের জলে
কও তো দয়াল অবিরাম দিন রজনী –
ক্যান সে বাজায় মনের ঘরে খঞ্জনী!

মন্দে গড়া অরির সারি
ভেবে সোনা হীরে,
দিয়েও মোরে সাচ্চা কথা
ফেললো শেষে ছিঁড়ে।
রচে অগাধ স্বপ্ন আশা
টানলো যদি বন্ধনী –
ক্যান সে বাজায় মনের ঘরে খঞ্জনী!

চুপটি দিয়ে আমায় ফাঁকি
শূন্যে যেতে উড়ে,
মজলো সে যে রিপুর ছানা
ডাকাতিয়া সুরে।
যত্নে রোপে এই বুকে গান
কাড়লো যদি ছন্দনী –
ক্যান সে বাজায় মনের ঘরে খঞ্জনী!

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “ক্যান সে বাজায়! (গীতিকাব্য)

  1. যত্নে রোপে এই বুকে গান
    কাড়লো যদি ছন্দনী –
    ক্যান সে বাজায় মনের ঘরে খঞ্জনী! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অন্তহীণ ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম আপনার জন্য!

      সুস্থ্য থাকুন খুব ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!

      সুস্থ্য থাকুন ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।