আরে বেটা ফয়সল,
তোর কীসের ভয় ? চল !
পাশে আছে সাব্বির,
নিজেকে তুই ভাব বীর।
আরো আছে চন্দন
কী দারুণ বন্ধন।
তার সাথে আছে কেকা,
বুঝবিনা তুই একা !
চ্যাকা খেয়ে হাঁটে খুকি,
তারে দেখে লাগে দুঃখী ?
মনেপড়ে শেফালিরে,
তারে কত খেপালি.. রে I
বান্দবী মুন্নি…ও শাকচুন্নি।
এই বেটা ফয়সল
কীসের এতো ভয় ? চল !
শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় কবিবন্ধু।
বেশ চমৎকার লিখেছেন