ঘোরাল পথে
বোড়াল গেলাম
বেড়াল কেমন
জানতে।
মেট্রো দিল
পেট্রো ডলার
নীল বিল্লি
আনতে।
জম্মো কেমন
ধম্মো কেমন
গন্ধ কেমন
বোটকা?
শপিং মলে
কিম্বা স্টলে?
অর্ডার পেয়েই
খটকা।
বিল্লি পেতে
দিল্লি যেতে
তিন্দিন তিন্রাত
পার।
পালাম থেকে
কালাম হেঁকে
জাহাজ ওড়ে
মক্কার।
তন্নতন্ন
অবসন্ন
সৌদি আমির
তুর্কি।
ইরান ইরাক
ব্যারাক শিরাক
হেগ বার্লিন
চর্কি।
কোথায় বিল্লি
চিল্লাচিল্লি
ছায়াও যে নেই
অল্প।
অবাক ধোঁকা
বেবাক বোকা
বিল্লি নীলার
গল্প।
হ্যারি পটার
সরিয়ে গিটার
বেড়াল আবার
হয় নীল!
থ্রিডি ভিশন
অ্যানিমেশন
স্রাগ কল্লো গেটস
বিল।
অ্যাঞ্জোলিনা
ক্যাটরিনা
এককাট্টা সব
স্টার।
নীল নয়না
দিল চুরানা
আমরা বিল্লি
পরদ্বার।
জলও শেষ
স্থলও শেষ
আকাশ হলো
অন্ত।
ঘাড় লটপট
ব্রেন খটখট
ছিরকুটে যায়
দন্ত।
সফর শেষ
ফিরছি দেশ
চমকে দেখি
গাড়িতে –
বিল্লি ব্যাকে
মুচকি দ্যাখে
জড়ানো নীল
শাড়িতে।
অসামান্য ছড়া পদ্য। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।