চাকুরি বিষয়ক তিন নম্বর বিজ্ঞপ্তি

আমারও একটা চাকরি দরকার। ফায়ার ব্রিগেডের মেম্বারশীপ।
অগ্নি নির্বাপক হয়ে নেভাতে পারবো কিছু আগুন-
এমন নিশ্চয়তা। দমকল বাহিনীর সদস্য হিসেবে ঠিক আগুনের
মুখোমুখি দাঁড়িয়ে ছিটাতে পারবো জল। জলের পরাগ। বৃষ্টির পরমাণু।

আমারও একটা চাকরি দরকার। এ বিষয়ে দৈনিকের পাতায়
আমিও দিতে চাই আরেকটি বিজ্ঞপ্তি। কেউ না পড়ুক-
তারপরও জানাতে চাই, বেকার আছি বহুদিন।মানুষের মনের অনল
নেভাতে না পেরে যে প্রেম ভুলে যায় মানবিক ইতিবৃত্ত লিখার
কৌশল, আমি তার অধীনেই কেরাণি হতে চাই।

আমারও একটা চাকরি দরকার। মুচি’র।
পৃথিবীর জুতা সেলাইয়ের কাজটুকুই করে যেতে চাই।
তারপরও পৃথিবী যদি জুতোপায়ে একটু সবল হয়ে দাঁড়াতে পারে !

2 thoughts on “চাকুরি বিষয়ক তিন নম্বর বিজ্ঞপ্তি

  1. আমারও একটা চাকরি দরকার। মুচি’র।
    পৃথিবীর জুতা সেলাইয়ের কাজটুকুই করে যেতে চাই।
    তারপরও পৃথিবী যদি জুতোপায়ে একটু সবল হয়ে দাঁড়াতে পারে ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।