এখন কবিতা লিখি না – ১২

আমিও বন্দর ছেড়ে পাল উড়িয়ে দিই
ডাঙায় পড়ে রইল ভরাট গাভীচরাট আলো
গঞ্জের স্যাঁতস্যাঁতে মায়াবী ঘরবাড়ি

দূরে ভেসে যায় আমার অপার শস্যডিঙি
মানুষের মাথার পিছনে যে মুখগুলি কখনও দেখিনি
তারা পাশে পাশে জলে ভেসে যায়

দূর থেকে কুয়াশার ভেতর দেখি পাকুরতলার জাগ্রত দেবি থান –
সে নাকি অনাদি সংসারের মনস্কামনা পূরণ করে,
সেখানে জ্বলে উঠল সন্ধ্যার প্রদীপ
আহা পাকুরগাছ!
তোমায় রেখে গেলাম
আহা পাকুরগাছ!
তুমি আলোটুকু রেখো

3 thoughts on “এখন কবিতা লিখি না – ১২

মন্তব্য প্রধান বন্ধ আছে।