বন্ধু তুমি কই গো, তুমি কই আজ
মনের বাড়ি কুহু পাখি তুললো যে সুখ আওয়াজ;
শুনবে নাকি কাছে এসে ভালোবাসার গল্প
চা দেব সাথে যে টা, দেবে সময় অল্প?
কুহু পাখি হয়ে আসবে, বসবে মনের ডালে?
নাচবে নাকি সঙ্গে বসে ফাগুন হাওয়ার তালে?
হলুদ রঙা চা দেব গো, মিশাবো প্রেম চিনি
এসো তবে ফাগুন হতে নেই, ভালোবাসা কিনি।
মন কি তোমার দুলছে সুখে, একলা আছো বসে?
প্রেম হাহাকার বুকের বাড়ি যাচ্ছে কি আজ ধ্বসে?
এসো তবে গল্প করি, ঘুরি বনে বনে
লাগবে ভালো এই বসন্তে থাকলে আমার সনে।
আড্ডা হবে গল্প হবে সঙ্গে থাকবে চা
হোক না তবে মনের মাঠে প্রেমের কেনাবেচা;
না করো না, কাজ করো না আজকে তোমার ছুটি
মধুবনে এসো না যাই, খাই সুখে লুটোপুটি।
মনের বনে উড়ছে বন্ধু ফাগুন হাওয়ার সুর
এমন দিনে তুমি কেন রয়ে যাবে দূর;
মনের তারে বাজে শুনো ফাগুন দিনের বাঁশি
রং বসন্তে যাক না হয়ে অল্প ভালোবাসাবাসি।
ঠোঁট উল্টিয়ে না করো না, রাখো আমার বায়না
দেখো চেয়ে খুলে দিলাম আজকে মনের আয়না
মনের আয়নায় সুখোচ্ছবি, কীযে সুখের দিন
এক কাপ চা খাই টঙে বসে, কেটে যাবে সব দুর্দিন।
.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)
মনের আয়নায় সুখোচ্ছবি, কীযে সুখের দিন …
এক কাপ চা খাই টঙে বসে, কেটে যাবে সব দুর্দিন।
ফাল্গুনের শুভেচ্ছা রইল কবি আপা