আজি ফাগুন রাঙা দিনে,
বৈরাগ্যের বাসনা সৃজিলো মনে,
মাধুরীলতার নিমন্ত্রণ হেতু কানন সাজিলো ফুলে,
বহুরব উঠেছে বেজে ফাগুনের উৎসবে।
কনকলতার শাখা দুলিছে,
পলাশের ফুলে প্রেম সঞ্চারে ফাগুনের মেয়ে,
প্রেমিক যুগলের বাহারী সাজে,
রঙ লেগেছে ফাগুনের এইদিনে।
কনকচাঁপার অঙ্গে যৌবনারম্ভ,
ফাগুনের প্রথম দর্শনে ষোড়শীর সাদৃশ্য,
খোঁপায় কাঁচা ফুল গুঁজে ব্যস্ত বহ্নিরা,
ফাগুনের উৎসবে মাতোয়ারা সবে।
সুরূপার লাজুক বদনে ফাগুনের রঙ,
দেবকাঞ্চনের ডালে কুহু রব কোকিলের,
হলুদরঙা শাড়িতে সুরূপার পদব্রজে-
বিমুগ্ধ নয়নে নিবদ্ধ চারপাশ।
করবী ফুলের দোসর বনেছে লাজুক স্বর্ণলতা,
শিমুলের ডালে কুহু কুহু রবে,
ষোড়শীর বুকে প্রেমের আকিঞ্চন,
প্রাণ ফিরে আসে ফাগুনে।
সুরূপার জন্য বহু পাড়া ঘুরে,
আলতা আর কাঁচের চুড়ি আনা হলো আজ,
ভাঁটিফুল যেন নিমন্ত্রণ করেছে-
শত অনুনয় করে।
ফাগুনের ফুলে ফুলে শোভিত কাননে,
রঙ লেগেছে আজি,
সুরূপা ও ফাগুনের উৎসবে-
মেতেছে শত অনুরাগী।
চমৎকার উপস্থাপন
শুভ কামনা সর্বক্ষণ
অসংখ্য ধন্যবাদ
কবিতা এবং প্রচ্ছদ দুটোই সুন্দর হয়েছে।
ধন্যবাদ ভাই
ফাল্গুনের শুভেচ্ছা রইল কবি
আপনিও শুভেচ্ছা নিবেন