তোমার চোখের জল

তোমার চোখের জল কোন একদিন
মিশে গেলে নদীর জলে,
পাবো কী আর তারে খুঁজে!

তোমার বুকের দীর্ঘশ্বাস কোন একদিন
ছড়িয়ে গেলে ঝড়ের বাতাসে,
পাবো কী আর তারে বুঝে!

তোমার হৃদয়ের সকল কথা
ডুবে গেলে ধূসর অন্ধকারে,
সকরুণ স্বরে ডাকিবে না কেউ
নাড়িবে না কড়া রুদ্ধদ্বারে।

4 thoughts on “তোমার চোখের জল

মন্তব্য প্রধান বন্ধ আছে।