তোমার চোখের জল কোন একদিন
মিশে গেলে নদীর জলে,
পাবো কী আর তারে খুঁজে!
তোমার বুকের দীর্ঘশ্বাস কোন একদিন
ছড়িয়ে গেলে ঝড়ের বাতাসে,
পাবো কী আর তারে বুঝে!
তোমার হৃদয়ের সকল কথা
ডুবে গেলে ধূসর অন্ধকারে,
সকরুণ স্বরে ডাকিবে না কেউ
নাড়িবে না কড়া রুদ্ধদ্বারে।
বেশ ছন্দময়
অনেক ধন্যবাদ।
সুন্দর কবিতা।
অনেক ধন্যবাদ।