রঙ বিলাস

rongbilash

রস গাছের সন্ধি হেঁটে যায়
কোন প্রেমের কথা শুনলে-
কি অভিমানী পাতা গুলো
ঝরে পরতে থাকে; বলে
উঠে- এ বসন্তের খেলা-
নতুন ভাবনার রঙ বিলাস!
পা লম্বা হয় ঠিকই কিন্তু
বিভিন্ন ভালোবাসায় কাতর
হয়ে পরে প্রেম শুকনো বাসর;
অভিমানী জল তৃষ্ণায় মরে-
মধ্যরাতে কিংবা ভোর ক্লান্তে-
তবু প্রেম চুপি চুপি বাতাসে বয়;

০৬ ফাল্গুন ১৪২৯, ১৯ ফেব্রুয়ারি’২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “রঙ বিলাস

  1. অভিমানী জল তৃষ্ণায় মরে-
    মধ্যরাতে কিংবা ভোর ক্লান্তে-
    তবু প্রেম চুপি চুপি বাতাসে বয়;
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. পাঠে ফুলেল শুভেচ্ছা রইল
      কবি মুরুব্বী দা !
      ভাল ও সুস্থ থাকবেন—–

    1. পাঠে ফুলেল শুভেচ্ছা রইল
      কবি মহী দা !
      ভাল ও সুস্থ থাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।