হে অতীত, হে মেঘের ভবিষ্যত

হে অতীত, হে মেঘের ভবিষ্যত
তুমি উড়ে যাবে বলো না—
ধীর ছায়ার মতো সাথে থাকো এবং
রাখো এই লোকালয়ে পদছাপ, কররেখা, তর্জনী
তালুতে জমে থাকা জলের মতো
টলটলে বারুদ, বিস্ফোরণ-
রাখো সবকিছু সাথে।

আমি আলো জ্বালাবো বলে যেদিন পথে নেমেছিলাম
সেদিন থেকেই তোমাকে বলছি—
আমার চোখ পাহারা দেয়া তোমার কাজ নয়।
তুমি বরং শিরদাঁড়া উঁচু করে দাঁড়াতে শিখো।

1 thought on “হে অতীত, হে মেঘের ভবিষ্যত

  1. সেদিন থেকেই তোমাকে বলছি—
    আমার চোখ পাহারা দেয়া তোমার কাজ নয়।
    তুমি বরং শিরদাঁড়া উঁচু করে দাঁড়াতে শিখো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।