কী সুন্দর ভোরের আলো

332

লাল বেনারসি রঙ শাড়ি পরে আকাশ
দাঁড়িয়ে থাকে ঠায় ভোর হতে সকালে
কী মিহি হাওয়া! দেহ ভেসে যায় শান্তির সমুদ্দুরে
আলহামদুলিল্লাহ বলে হয় আমার দিনের শুরু।

আকাশে তাকিয়ে বলি নিঃশ্বাস ছেড়ে
নিতে পারছি নিঃশ্বাস
আল্লাহর করুণা না হলে পারতাম কী করতে
ভোরের আলোয় নিজেকে সুখী আবিষ্কার।

লাল বেনারসি আকাশের কপালে লাল সূর্য টিপ
পাখিদের ওড়াউড়ি আর হাওয়ায় আস্ফালন
জানিয়ে দেয় শীতের মৃত্যু আসন্ন
বইবে রঙ্গের হাওয়া বাংলার আকাশ জুড়ে।

নিজেকে সুখি ভেবে পার হই সকালের পথ
ব্যস্ততার ভার কাঁধে
দুপুরের আকাশে কী রঙের মেঘ উড়ে কে জানে
কর্মের ভিড়ে হারিয়ে হারাই আকাশ দেখার স্বপ্ন।

তবুও বেঁচে আছি এক পাহাড় সন্তুষ্টি নিয়ে
প্রভুর কৃপায় দৃষ্টি জুড়ে স্বচ্ছ শুভ্র মেঘের মত আলো
সে আলোয় জীবন হাঁটে তাঁর করুণা মাথায় নিয়ে
শোকর গুজার করি প্রভুর হাজার।

আকাশের বুকে হাঁটে স্বপ্ন আমার
আমি আল্লাহর নিয়ামত বুকে পুরি হরদম
কেবল চাই তাঁর দয়া, রহমত আর নিয়ামত,
জীবন পথে চাই অথৈ ধৈর্য।

.
((স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)

1 thought on “কী সুন্দর ভোরের আলো

  1. আকাশের বুকে হাঁটে স্বপ্ন আমার
    আমি আল্লাহর নিয়ামত বুকে পুরি হরদম
    কেবল চাই তাঁর দয়া, রহমত আর নিয়ামত,
    জীবন পথে চাই অথৈ ধৈর্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।