তুমি মুক্ত প্রিয়া

আগ্নেয়গিরির তপ্ত শীশা জ্বলে জ্বলে
এক সময় হয়ে যায় জমাট শীলা
নীলকণ্ঠী মন শত বিষ কন্ঠে নিয়ে
বেঁচে আছে সয়ে কত ব্যথার জ্বালা।

হৃদয় যেখানে খুঁজেছে তোমার প্রেম
তুমি খুঁজেছো সর্বদা আমার ভ্রম
আমি পেলাম না ভালোবাসার মন
তুমি খুঁজে পেয়েছো আমার অগুণ।

নিরবে সয়ে যাবো বিষবৃক্ষের মত
আমার দোষের সাজা দিবে তুমি যত।
ভালোবাসার পাখি তুমি মুক্ত গগনে
তোমার ছবি এঁকে রেখেছি এই মনে।

আমার হয়ে থাকো যদি আসবে ফিরে
কোন দিন ছিলেনা যদি না আসো নীড়ে।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

3 thoughts on “তুমি মুক্ত প্রিয়া

  1. লিখাটি পড়লাম। বরাবরই আপনার লিখা যথেষ্ঠ সিম্পল; যা পড়তে ভালো লাগে। আজকের লিখাটি একদম স্ট্রেইট আকারে এসেছে বলে মনে হলো। পাঠের সময় শ্বাস নেবার জায়গা অর্থ্যাৎ প্যারা থাকলে অনেক পাঠকের কাছে বেশী ভালো লাগে। :)

    ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো কবি।

    1. অজস্র ধন্যবাদ প্রিয় মুরুব্বি আপনার মুল্যবান মন্তব্যের জন্য। হার্দিক ভালবাসা রইলো https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।