তিমিরাবৃত আত্মা

33

হে নিরঞ্জন
হে প্রভাকর
আমার অন্তর তিমিরাবৃত
বিক্ষিপ্ত… নিষ্প্রভ, ক্ষত বিক্ষত!..
গ্রন্থিতে ডাইনীদের ফুৎকার
মনোমদ আচ্ছন্ন পাপাচারে
তুমি মহান
মহা পবিত্র, অবিনশ্বর
আমাকে আলো দাও
আমার ধাঁধাঁর্চ্ছন্ন সফরে
চাঁদের উজ্জ্বলতা আর তারকারাজিদের পাথেয় করো ;
হে আমার প্রতিপালক
আমার ইচ্ছাকে নিভৃত করি তোমার ইচ্ছার সাধনে
উপেক্ষা করি বিস্মৃতির ডাক
মনের গভীরে মন পোড়া লাভা
নির্গত করি অশ্রুত স্রোতে… নির্বাক অনিমেখে
অরণ্যের সংসারে একাত্ম হই তোমারই জন্যে!
তুমি নির্মল করো
মঙ্গল ঊষার স্বর্ণোজ্জ্বল সকালে
আমার আত্মাকে দীপ্তমান করো
আমি কায়মনো কৃতজ্ঞতায়… মহোচ্ছর্ন হই
নব নব মহিমায়….!

.
২৬/৩/২৩

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “তিমিরাবৃত আত্মা

  1. উপেক্ষা করি বিস্মৃতির ডাক
    মনের গভীরে মন পোড়া লাভা
    নির্গত করি অশ্রুত স্রোতে… নির্বাক অনিমেখে
    অরণ্যের সংসারে একাত্ম হই তোমারই জন্যে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।