মিঠে রোদ আকাশে

318

বিকেল বড্ড ছোট, আকাশটাও দ্রুত সূর্য হারায়
দিন যাবে রাতের বাড়ি পশ্চিমে পা বাড়ায়,
ভাতঘুমের আশা বাতিল করে চলো বিকেল দেখে আসি,
হেমন্তের রোদ ভালোবাসি, চলো দেখে আসি!

ছুটির দিনের সময় নয় অবহেলা আর
চলো হই বিকেলের পিঠে সওয়ার।
গোধূলির রং আসি চিনে
ভাল্লাগে না আকাশ দেখা বিনে।

রোদ মরে যায় ঐ বিকেলের আলোয়
সময় কাটবে বন্ধু নিশ্চয়ই ভালোয়
মিহি হাওয়া বইছে পাতায় পাতায়,
কিছু মুগ্ধতা চলো তুলি মনের খাতায়।

এখানে ঘরের ভেতর গুমোট হাওয়া
যায় না এক বিন্দু শান্তি পাওয়া
চলো সময় কাটাই খোলা আকাশের নিচে
এমন সুখ তো নয় মিছে।

বেলা পড়ে এলো ওই
এই তুমি গেলে কই
চলো মিঠে রোদ খেয়ে আসি
দেখে আসি পশ্চিমে ডুবে যাওয়া সূর্যের হাসি।

কি আর চাই বলো,
এটুকুনই, বাহিরে ঘুরতে আমায় নিয়ে চলো
হেমন্তের আকাশ দেখতে মন বড় চায়
চলো বিকেলের শিশির লাগিয়ে আসি পায়।

.
(samsung এস নাইন প্লাস ঢাকা)

1 thought on “মিঠে রোদ আকাশে

  1. বেলা পড়ে এলো ওই
    এই তুমি গেলে কই
    চলো মিঠে রোদ খেয়ে আসি
    দেখে আসি পশ্চিমে ডুবে যাওয়া সূর্যের হাসি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।