শুধু শুধু

শুধু শুধু

এ কথা সত্য তোমাকে দেখতে পাই না
খুব কাছে দৃষ্টির বহরে ঠিকই দেখতে পাই
বুঝতে পাই- এ যেনো হেঁটে যাচ্ছো!

ওখানে দাঁড়িয়ে আছো আর পছন্দ অপছন্দ
বিরক্ত হওয়া সময়, জানি খুব কাছের কেউ না
মন ভাবনার উচ্ছলে উঠার নদী ছিলে নদী
সব সময় ভাল থাকার দোয়া করার শুভাকাঙ্ক্ষি
তারপরও যদি বিরক্ত অপছন্দ মনে করো;

তাহলে আমি মানুষ না, অন্যকিছু- সত্যিই
সংসার জীবন কঠিন, ভয় লজ্জার নিয়ম শুধু শুধু।

১৯ চৈত্র ১৪২৯, ০৩ এপ্রিল ২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “শুধু শুধু

    1. জি কবি মহী দা
      কষ্ট করে পাঠে লাল গোলাপের শুভেচ্ছা জানাই
      দোয়া করি ভাল ও সুস্থ থাকবেন——

  1.  

    তাহলে আমি মানুষ না, অন্যকিছু- সত্যিই
    সংসার জীবন কঠিন, ভয় লজ্জার নিয়ম শুধু শুধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি কবি মুরুব্বী দা
      কষ্ট করে পাঠে লাল গোলাপের শুভেচ্ছা জানাই
      দোয়া করি ভাল ও সুস্থ থাকবেন—— 

মন্তব্য প্রধান বন্ধ আছে।