আমার যত ভাবনা

পৃথিবীতে শত শত বছর যাবৎ মানুষ বসবাস করছে। কত জন মানুষ তার জীবনের করে যাওয়া স্মৃতি, কৃতিত্ব, নাম বা অর্থ রাখতে পেরেছে আবহমান পর্যন্ত। আমরা যদি প্রত্যেকে কিছু না কিছু ব্যতিক্রম ভালো কিছু করে যাই ভবিষ্যতের জন্য। তাহলে অবশ্যই আমাদের বেঁচে থাকার অর্থ বা নাম থাকবে পরের প্রজন্ম পর্যন্ত। তারাও এটাই করবে ধারাবাহিকতা ধরে রাখার জন্য। এই ভাবে মানুষ তার কাজের কৃতিত্বের শান্তি চিরকাল ভোগ করতে পারবে। পৃথিবীটাও সৃষ্টিশীল হবে। তাহলে হয়তো নিজের সৃষ্টির স্বাদে অন্যকে ঠকানো বা প্রতারণা থেকে দূরে থাকবে। পৃথিবীটাও সুন্দর হবে।

1 thought on “আমার যত ভাবনা

  1. আমরা যদি প্রত্যেকে কিছু না কিছু ব্যতিক্রম ভালো কিছু করে যাই ভবিষ্যতের জন্য। তাহলে অবশ্যই আমাদের বেঁচে থাকার অর্থ বা নাম থাকবে পরের প্রজন্ম পর্যন্ত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।