“মুছে যাক গ্লানি
ঘুচে যাক জরা,”
সত্য সুন্দর হোক
নির্মল এই ধরা।
বৈশাখে ঐ-শাখে
নতুনের ঘ্রাণ
বিশ্বাসে নিঃশ্বাসে
ভরে ওঠুক প্রাণ।
“মুছে যাক গ্লানি
ঘুচে যাক জরা,”
সত্য সুন্দর হোক
নির্মল এই ধরা।
বৈশাখে ঐ-শাখে
নতুনের ঘ্রাণ
বিশ্বাসে নিঃশ্বাসে
ভরে ওঠুক প্রাণ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল।