আগুনের কাজ জ্বলতে
ভালোবাসা চায় পুড়তে- পুড়তে
এটাই তো দৃষ্টি বহর শুধু
বাতাস বয় নিশ্বাসে নিশ্বাসে;
ফাল্গুনের হাটবাজারে
কত রঙের মেলা, কিনবো বলো
সরিষার চারা- সোয়া চন্দন পিটের ফুরা
ধোয়া ছাই শুধু সোনালি মোড়ে
আগুনে পোড়া- পোড়া-
এ ভালোবাসার ঘর আঙ্গিনা।
২৯ চৈত্র ১৪২৯, ১২ এপ্রিল ২৩
ধোয়া ছাই শুধু সোনালি মোড়ে
আগুনে পোড়া- পোড়া-
এ ভালোবাসার ঘর আঙ্গিনা।
পাঠে শুভ কামনা জানাই
কবি মুরুব্বী দা
ভাল ও সুস্থ থাকবেন
অসাধারণ লিখেছেন কবি। শুভেচ্ছা
পাঠে শুভ কামনা জানাই
কবি মহী দা
ভাল ও সুস্থ থাকবেন
দারুণ লিখেছেন, দাদা। শুভকামনা থাকলো।
পাঠে শুভ কামনা জানাই
কবি নিতাই দা কেমন আছেন বেশকিছু দিন পেলাম
ভাল ও সুস্থ থাকবেন