সবুজের আড়ালে দেয় উঁকি
সদ্যোজাত পুষ্পিতা
বৃক্ষের পাঁজরের ঘুমিয়ে লজ্জাবতী
মৃত্তিকার গভীরে
প্রোথিত শেকড় ছুয়ে যায় খরস্রোতা!..
প্রাণের স্পন্দনে প্রাণের সুর
জীবনের আবেগ ভর করে একতারায়
যৌবনের মৌ-বনে উদ্বেলিত মধুরতা
স্বপ্ন নাচে অবিরত প্রজাতির অস্থির ডানায়!
একটি রোদসী দিন
বৃষ্টি এসে করে গেলো তৃষ্ণাতৃপ্ত ঋণ।।
২১/৩/২৩
যৌবনের মৌ-বনে উদ্বেলিত মধুরতা
স্বপ্ন নাচে অবিরত প্রজাতির অস্থির ডানায়!
একটি রোদসী দিন
বৃষ্টি এসে করে গেলো তৃষ্ণাতৃপ্ত ঋণ।।