তৃষ্ণাতৃপ্ত ঋণ

vvv

সবুজের আড়ালে দেয় উঁকি
সদ্যোজাত পুষ্পিতা
বৃক্ষের পাঁজরের ঘুমিয়ে লজ্জাবতী
মৃত্তিকার গভীরে
প্রোথিত শেকড় ছুয়ে যায় খরস্রোতা!..

প্রাণের স্পন্দনে প্রাণের সুর
জীবনের আবেগ ভর করে একতারায়
যৌবনের মৌ-বনে উদ্বেলিত মধুরতা
স্বপ্ন নাচে অবিরত প্রজাতির অস্থির ডানায়!

একটি রোদসী দিন
বৃষ্টি এসে করে গেলো তৃষ্ণাতৃপ্ত ঋণ।।

২১/৩/২৩

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “তৃষ্ণাতৃপ্ত ঋণ

  1. যৌবনের মৌ-বনে উদ্বেলিত মধুরতা
    স্বপ্ন নাচে অবিরত প্রজাতির অস্থির ডানায়!

    একটি রোদসী দিন
    বৃষ্টি এসে করে গেলো তৃষ্ণাতৃপ্ত ঋণ।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।