সর্বনাশা সত্য

ddau

সব জেনে বুঝে তুমি ভয় পাচ্ছো
ভয় পাচ্ছো- যদি কোন দিন প্রতিদান দিতে হয়!
কল্পনা করতে পারোনি এতো প্রেম , এতো ভালবাসা
ভাবতে পারোনি কেউ একজন তোমার নামে হবে সর্বনাশা!

অথচ এটাই সত্য-
তোমার নামে চলছে কারো হৃৎস্পন্দন
তোমার প্রেমে থাকছে বেঁচে অন্তহীন জীবন;
এটাই সত্য-
কারো জীবনের জন্য তুমি এক মাত্র অবলম্বন
ধর্ম, কর্ম, এবং কি যা কিছু স্বপ্ন; সাধন
তুমি মানো আর না মানো-
তোমার জন্যই করছে এক একটি পরিভ্রমণ!

সব জেনে বুঝে-
তুমি ঘাবড়ে গেছো, পাছে দিতে হয় প্রতিদান
অথচ; একবার ও প্রশ্ন করোনি-
দুঃসাহসী পথে যে ফেরিয়ে এলো অজস্র মৃত্যু
দিবারাত্রি এক করে জড়িয়ে রইলো তোমার অপেক্ষার প্রহর;
সে কি তৃপ্ত হবে নিছক প্রতিদানে?

দেখেছো তো-
অন্তর ধ্বনি বেজেছে অবিরাম
বুক ফাটা ক্রন্দনে উচ্চারিত হয়েছে তোমার নাম!
এক হাতে মৃত্যু
অন্য হাতে আকুল আবেদন,সখি
সব জেনে বুঝে ঘাবড়ে গেছো ;
হতে হয় যদি সত্যের মুখোমুখি!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “সর্বনাশা সত্য

  1. দুঃসাহসী পথে যে ফেরিয়ে এলো অজস্র মৃত্যু
    দিবারাত্রি এক করে জড়িয়ে রইলো তোমার অপেক্ষার প্রহর;
    সে কি তৃপ্ত হবে নিছক প্রতিদানে? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ❝দেখেছো তো-
    অন্তর ধ্বনি বেজেছে অবিরাম
    বুক ফাটা ক্রন্দনে উচ্চারিত হয়েছে তোমার নাম!❞

     

    বাহ্ চমৎকার!

মন্তব্য প্রধান বন্ধ আছে।