সব জেনে বুঝে তুমি ভয় পাচ্ছো
ভয় পাচ্ছো- যদি কোন দিন প্রতিদান দিতে হয়!
কল্পনা করতে পারোনি এতো প্রেম , এতো ভালবাসা
ভাবতে পারোনি কেউ একজন তোমার নামে হবে সর্বনাশা!
অথচ এটাই সত্য-
তোমার নামে চলছে কারো হৃৎস্পন্দন
তোমার প্রেমে থাকছে বেঁচে অন্তহীন জীবন;
এটাই সত্য-
কারো জীবনের জন্য তুমি এক মাত্র অবলম্বন
ধর্ম, কর্ম, এবং কি যা কিছু স্বপ্ন; সাধন
তুমি মানো আর না মানো-
তোমার জন্যই করছে এক একটি পরিভ্রমণ!
সব জেনে বুঝে-
তুমি ঘাবড়ে গেছো, পাছে দিতে হয় প্রতিদান
অথচ; একবার ও প্রশ্ন করোনি-
দুঃসাহসী পথে যে ফেরিয়ে এলো অজস্র মৃত্যু
দিবারাত্রি এক করে জড়িয়ে রইলো তোমার অপেক্ষার প্রহর;
সে কি তৃপ্ত হবে নিছক প্রতিদানে?
দেখেছো তো-
অন্তর ধ্বনি বেজেছে অবিরাম
বুক ফাটা ক্রন্দনে উচ্চারিত হয়েছে তোমার নাম!
এক হাতে মৃত্যু
অন্য হাতে আকুল আবেদন,সখি
সব জেনে বুঝে ঘাবড়ে গেছো ;
হতে হয় যদি সত্যের মুখোমুখি!
দুঃসাহসী পথে যে ফেরিয়ে এলো অজস্র মৃত্যু
দিবারাত্রি এক করে জড়িয়ে রইলো তোমার অপেক্ষার প্রহর;
সে কি তৃপ্ত হবে নিছক প্রতিদানে?
❝দেখেছো তো-
অন্তর ধ্বনি বেজেছে অবিরাম
বুক ফাটা ক্রন্দনে উচ্চারিত হয়েছে তোমার নাম!❞
বাহ্ চমৎকার!