গিরিগিটি

hii

একদিন;
আমিও হবো বিশাল স্বার্থপর!
সত্য- মিথ্যার জঞ্জালে কোথাও
ঝরাবোনা আর কোন দীর্ঘশ্বাস!
ব্যর্থ জয়ের অমোঘ নেশার
চির অবসান। চেনা জানা পথে
ধ্বনিত হবেনা চরণ।
মান-অভিমান ভুলে
হলেও হতে পারে তোমার
হৃদয়ে রক্তক্ষরণ।

অতঃপর;
সূর্যের আলোয় শিশির তখন
দূর্বাঘাসের ফুল
বুকের পাঁজর যদি ভাঙ্গে ঢেউ
সে নদীর ওপার ছিলোনা,
ছিলো একটিই কূল।
শূন্যতা আর হাহাকার!
তোমার রঙে গিরিগিটিও…
হবে একাকার!

1 thought on “গিরিগিটি

মন্তব্য প্রধান বন্ধ আছে।