স্বচ্ছ নীলের বুকে এক ঝাঁক মেঘ
মেঘ’রা দোল খায় পেলে হাওয়ার বেগ
চোখের কিনারে কিছু মুগ্ধতা তুলে রাখি,
আরও মেঘ আসুক উড়ে, মন বাড়িয়ে ডাকি।
মেঘেদের হল্লা আকাশ জুড়ে
কিছু মেঘ নিমেষেই যায় দূরে,
মন উদাস আমার, আকাশে আছি তাকিয়ে তাই
আকাশে তাকিয়ে প্রার্থনায় রই, প্রভুর দয়া চাই।
দুনিয়ার সব আয়োজন একদিন ভেসে যাবে জলে
তবুও মোহ পুষি বুকে, আরও সুখ চাই ছলে বলে
এসব থেকে চাই মুক্তি
বাড়াতে চাও আখেরাতের প্রতি অনুরক্তি।
এক আকাশ দয়া চাই প্রভু তোমার কাছে
তুমি ছাড়া বল কে আর আমার আছে,
চাই সুস্থতা, হিংসা যেতে চাই ভুলে
তোমার দয়াই বুকের বামে রাখতে চাই তুলে।
মেঘের মত স্বচ্ছ করে দাও মন
হৃদয় তারে দাও বাজিয়ে শুদ্ধতার সুর অনুরণ।
কেন যে গীবতে রাখি ঠোঁট
চাই না আর প্রভু করতে দুনিয়ার মোহ লোট।
মনটারে সুস্থতায় দাও ভরে,
সন্তুষ্টি এনে দাও মন ঘরে,
অতি চাহিদার হাপিত্যেশ করে দাও মন হতে দূর
মনকে কর প্রভু মানবিকতার সমুদ্দুর।
.
(স্যামসাং এস নাইন প্লাস, চুনারুঘাট)
মনটারে সুস্থতায় দাও ভরে,
সন্তুষ্টি এনে দাও মন ঘরে,
অতি চাহিদার হাপিত্যেশ করে দাও মন হতে দূর
মনকে কর প্রভু মানবিকতার সমুদ্দুর।