উড়ে যায় পক্ষী

কি যেন ছিল কথা
কি যেন আছিল ব্যথা
কতিপয় রোদ্দুর, কতিপয় মেঘ
মেলে দিলে চিরল পাতার চুল
বেণি যায় খুলে তিনভাগে
কি যেন তাকে হয়নি বলা।

ভরা মরশুমে,
যৌবনবতী শরীরের পাশে—ও নদী,
এক চিলতে রেখো গো পথ
সেই প্রিয়জন সাঁতার জানেনা
কতবার আকণ্ঠ ডুবেছে
নিমজ্জিত শ্যাওলা তুলে তুলে ক্লান্ত।

প্রাণে যত ছিল কথা
বলে যেতে পারতো সে’ও
কষ্টের দিবানিশি হয়েছে মহাকাব্য
ঢেউ-চূর্ণী’র জোরালো পাকে শুধুই হাবুডুবু
কি যেন বলতে পারতো, কি যেন রইল অজানা
ব্যাথার ক্ষণে অভিমানি যেন তাই পাশে থাকলো না।

3 thoughts on “উড়ে যায় পক্ষী

  1. ঢেউ-চূর্ণী’র জোরালো পাকে শুধুই হাবুডুবু
    কি যেন বলতে পারতো, কি যেন রইল অজানা
    ব্যাথার ক্ষণে অভিমানি যেন তাই পাশে থাকলো না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. না বলা কথা নিয়ে দারুণ লিখেছেন, কবি দিদি। শুভকামনা থাকলো। 

  3. বেশ অন্যরকম স্বাদ

মন্তব্য প্রধান বন্ধ আছে।