নিশান্ত শ্রমণ

ddaa

আমি কখনোই চাইনি
কেউ একজন আমার হোক, পাইনি হেতু
যেহেতু
চেয়েছি কেবল নিজেকে কারো একজন করিতে!
আকাশ পানে চেয়েছি
ধ্রুব তারার সন্ধানে নয়; বরং চিনিতে বুঝিতে
ধরিত্রী দেবতার শান
এক লহমায় লিখিতে সুন্দরের স্রষ্টার জয়গান!..

আমি শুনিতে গিয়েছি বারে বারে
বাঈজি চরণের ঝংকারে কিসের ধ্বনি বাজে,
কিসের মাঝে লুকিয়ে আছে আপন শ্রী
গহন লাগা কারুকাজে!..

আর কোন চোখে চোখ রাখিনি
তাহার চোখে নিজেকে দেখবো বলে,
নিজের দর্পণে নিরাকার সেই প্রহেলিকা
নিঃসীমের সীমানায়
তীক্ষ্ণ রশ্মির উৎসে রয়েছে যার নাম লিখা!

ভ্রমণে
প্রবণে
শ্রবণ শ্রাবণে
যেই নাম জপনের জন্য উদগ্রীব এই আত্না
শুনেছি সেই কলরব
নিশান্ত শ্রমণে হয়েছে একাকার
জগতের সকল ক্ষুদ্র -ক্ষুদ্রাতীত সত্ত্বা।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “নিশান্ত শ্রমণ

  1. শ্রবণ শ্রাবণে
    যেই নাম জপনের জন্য উদগ্রীব এই আত্না
    শুনেছি সেই কলরব
    নিশান্ত শ্রমণে হয়েছে একাকার
    জগতের সকল ক্ষুদ্র -ক্ষুদ্রাতীত সত্ত্বা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ❝ধ্রুব তারার সন্ধানে নয়; বরং চিনিতে বুঝিতে
    ধরিত্রী দেবতার শান
    এক লহমায় লিখিতে সুন্দরের স্রষ্টার জয়গান!..❞

    কবির জন্য শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।