দরবার ও তরবারি

একদিন আমিও দরবার খুলে টাঙাবো লাল চাদোয়া
তারপর ডেকে বলবো- এসো হে নক্ষত্রসমাজ,
এসো সূর্যপরীরা,
আমার হাত ধরে গ্রহণ করো আলোর বয়েত,
তোমরা যারা এই পৃথিবীকে আর ছটা দিতে পারছো না
তারা বদলে দাও নিজেদের খোলস
তারপর অন্য কোনো নামে ফেরি করো ঝাড়বাতি।

একদিন আমিও তরবারি হাতে চলে যাবো সকল স্বৈরাচারীর
গর্দানের কাছাকাছি, যারা দরবার খুঁজে
এখনও বেহাল দশায় – মানুষকে বোকা বানাবার জন্য
বাজপাখির মতোই করে ছড়ায় বাজনীতি ( রাজনীতি নয় ),
তাদের উদ্দেশে –
শামসুর রাহমানের মতোই লিখবো কবিতা
‘উদ্ভট উটের পিঠে চলেছে’…………. পৃথিবী !

1 thought on “দরবার ও তরবারি

  1. শামসুর রাহমানের মতোই লিখবো কবিতা …
    ‘উদ্ভট উটের পিঠে চলেছে’…………. পৃথিবী ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।