এ তো শুধু ঠোঁটের বুলি
আসলে কই আর কাছে,
আমায় ছেড়ে থাকলে দূরে
জানটা তোমার বাঁচে।
হাত বাড়িয়ে কী হবে গো
মন বাড়িয়ে দিলাম
মনটা তোমার কর এবার
আমার নামে নিলাম।
যাচ্ছে সময় উড়ে দূরে
ধরার যে নেই সাধ্য
এসো বাজাই মনের তারে
বন্ধু প্রেমের বাদ্য।
কত বিকেল এল গেল
হয় না করা গল্প,
এস তবে বসো কাছে
সময় থাকলে অল্প।
যায় বয়ে যায় জীবন তরী
মনের মূল্য কোথায়,
সময় পেলে এসো বাঁধি
মনটারে প্রেম সুতায়।
এসেছ আজ কাছে আমার
দেব না আর যেতে
তোমার জন্য রেখেছি এই
প্রেমের মালা গেঁথে।
তুমি আসছো তাই বুঝি আজ
গাইছে পাখি সুরে,
ব্যস্ততাদের তুলতে কাঁধে
আর যেয়ো না দূরে।
তুমি আসছো তাই বুঝি আজ
গাইছে পাখি সুরে,
ব্যস্ততাদের তুলতে কাঁধে
আর যেয়ো না দূরে।
বেশ মনানন্দ কবিতার মতো হোক সারাবেলা কবি আপু
ভাল থাকবেন