বাগানের ফুলটি জানে
ফুটলে ভালোবাসা হয়
যুঁইফুলের গন্ধ মেখে
অমৃতপাত্রে হাত রাখি।
বাহারি পাতার ঝাড়ে
মৃদু কম্পন খেলে যায়
দুটো পদ্মের পাপড়ি
খসে পড়ে মৃদু ঠোঁটে।
গভীর গন্ধে ঘন শ্বাস
হাতের পাতায় মুখটি
গাল থেকে ঝরে পড়ে
চুয়া চন্দন আর আবীর।
বাগানের ফুলটি জানে
ফুটলে ভালোবাসা হয়
যুঁইফুলের গন্ধ মেখে
অমৃতপাত্রে হাত রাখি।
বাহারি পাতার ঝাড়ে
মৃদু কম্পন খেলে যায়
দুটো পদ্মের পাপড়ি
খসে পড়ে মৃদু ঠোঁটে।
গভীর গন্ধে ঘন শ্বাস
হাতের পাতায় মুখটি
গাল থেকে ঝরে পড়ে
চুয়া চন্দন আর আবীর।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
স্বল্প কথায় জীবন বোধনের অসামান্য কবিতা। একরাশ শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু।
সত্য বেশ ভাবনাময় কবি দিদি