আদার ব্যাপারীর জাহাজ কেনা

ddfg

যেদিন থেকে ব্যবসা খুলে
হোন ব্যাপারী আদার
সেদিন থেকে জাহাজ কেনার
শখ যে ছিলো দাদার!
আদার ব্যাপার করে তো আর
জাহাজ যায়না কেনা
নুন আনতে পান্তা ফুরায়
বাকি লেনা-দেনা!

আদার ব্যাপারীদের নিতে–
নাই জাহাজের খবর
দুঃখ বুকে চেপে দাদা
বরন করে সবর।
হঠাৎ করে আদা হলো
পাঁচশ টাকা কেজি
খুশির ছুটে দাদা ফোনে
করছে হ্যেঁ জি, হ্যেঁ জি।

আদার ব্যাপার করে ও যে
জাহাজ কেনা যায়
গতকালের ঐ দাদারে
আজকে চেনা দায়।
পাঠ্য বইয়ের প্রবাদ বাক্য
ভুল’ বলেছেন দাদা
তখন থেকেই স্বপ্নে বিভোর
আরো কিছু গাধা।

2 thoughts on “আদার ব্যাপারীর জাহাজ কেনা

  1. পাঠ্য বইয়ের প্রবাদ বাক্য
    ভুল’ বলেছেন দাদা
    তখন থেকেই স্বপ্নে বিভোর
    আরো কিছু গাধা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. বর্তমান পরিস্থিতির সাথে মিল রেখে সুন্দর কাব্যিক উপস্থাপন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।