সন্ধ্যার আকাশ বড় মায়া‌বি

choo

মায়া‌বি আকা‌শের নি‌চে দা‌ঁড়ি‌য়ে
‌কিছু মায়া তুল‌তে চাই বু‌কে হাত বা‌ড়ি‌য়ে
‌মে‌ঘেরা স‌রে যায়
আকাশ তার বুক বিবর্ণতায় সাজায়।

‌তোমার বু‌কে দি‌তে চাই কিছু মায়া তু‌লে
‌মে‌ঘের মায়া পে‌য়ে তু‌মি য‌দি অহম যে‌তে ভু‌লে;
‌তোমার বু‌কের মায়া বু‌ঝি মে‌ঘেরা নি‌য়ে‌ছে কে‌ড়ে
‌সেই মায়াগু‌লো ফি‌‌রি‌য়ে আন‌তে চাই আকাশ হ‌তে পে‌ড়ে।

বু‌কে কিছু মায়া তু‌লে রা‌খো তু‌মি
ভু‌লে যাও অহম হিংসা যত গোয়ার্ত‌মি;
এক‌দিন নিঃস্ব হ‌বে, সব হা‌রি‌য়ে হ‌বে একা
পা‌শে কেউ নেই, কেউ কর‌বে না আর দেখা।

কী মায়াবী আকা‌শের রং,
আকাশ খু‌লে ব‌সে‌ছে সন্ধ‌্যায় রং‌য়ের আড়ং
তু‌মি সন্ধ‌্যার আকা‌শের নি‌চে দাঁড়াও এ‌সে
এক‌দিন মুগ্ধতার র‌‌ঙে যাও ‌ভে‌সে।

‌মে‌ঘের সা‌থে পা‌তো মিতালী
বু‌ক খু‌লে বসাও মায়ার ডা‌লি
মায়ার ডা‌লি‌তে কিছু ‌প্রেম রে‌খো কিছু ভা‌লোবাসা
সন্ধ‌্যার মায়ায় আচ্ছন্ন হও রা‌খি এটুকু আশা।

এত কিছু ভে‌বো না আর, আকা‌শে রা‌খো চোখ
‌বি‌কে‌লের ‌নি‌স্তেজ সূ‌র্যের মত হা‌স্যেজ্জ্বল ‌হোক তোমার মুখ
তু‌মি মায়াবী মানুষ হও, মায়ায় জ‌ড়ি‌য়ে রা‌খো সারা‌বেলা
মানুষ‌কে ক‌রো না আর একটু্ও অব‌হেলা।

(স‌্যামসাং এস নাইন প্লাস, বিমান বন্দর জাদুঘর)

1 thought on “সন্ধ্যার আকাশ বড় মায়া‌বি

  1. ‌বি‌কে‌লের ‌নি‌স্তেজ সূ‌র্যের মত হা‌স্যেজ্জ্বল ‌হোক তোমার মুখ
    তু‌মি মায়াবী মানুষ হও, মায়ায় জ‌ড়ি‌য়ে রা‌খো সারা‌বেলা
    মানুষ‌কে ক‌রো না আর একটু্ও অব‌হেলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।