জানি না কে সে
চুপিচুপি আসে পাশে
টের পাই ফুসফুসে
সুবাস ছড়ায় বাতাসে।
বলে না কোন কথা
পুষে রাখে মৌনতা
তবু এই নীরবতা
মনে হয় গভীরতা।
জানি নিভৃতচারী
করে তবু মনচুরি
জানি না নিশাচরী
কেন এই লুকোচুরি?
তৃষ্ণা মিটবে কিসে
একবার যদি হাসে
ঝরনার জলে ভেসে
নদী হবে অনায়াসে।
জানি না কে সে
এভাবে কেন আসে
মনখারাপের দেশে
পালিয়ে যায় শেষে।
বাহ বেশ ছন্দময় ভাবনা
অনেক শুভ কামনা জানাই
ধন্যবাদ লিটন ভাই।
অন্ত্যমিলের চমৎকার মেলবন্ধন ভাব ফুটে ওঠেছে অসাধারণ রূপে…
ধন্যবাদ স্যার।
ছন্দ মিলের কথা কাব্য চমৎকার উঠে এসেছে। শুভেচ্ছা রইলো প্রিয় কবি।
ধন্যবাদ স্যার।