নিভৃতচারী

IMG_20230808_093856

জানি না কে সে
চুপিচুপি আসে পাশে
টের পাই ফুসফুসে
সুবাস ছড়ায় বাতাসে।

বলে না কোন কথা
পুষে রাখে মৌনতা
তবু এই নীরবতা
মনে হয় গভীরতা।

জানি নিভৃতচারী
করে তবু মনচুরি
জানি না নিশাচরী
কেন এই লুকোচুরি?

তৃষ্ণা মিটবে কিসে
একবার যদি হাসে
ঝরনার জলে ভেসে
নদী হবে অনায়াসে।

জানি না কে সে
এভাবে কেন আসে
মনখারাপের দেশে
পালিয়ে যায় শেষে।

6 thoughts on “নিভৃতচারী

  1. বাহ বেশ ছন্দময় ভাবনা

    অনেক শুভ কামনা জানাই

  2. অন্ত্যমিলের চমৎকার মেলবন্ধন ভাব ফুটে ওঠেছে অসাধারণ রূপে…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. ছন্দ মিলের কথা কাব্য চমৎকার উঠে এসেছে। শুভেচ্ছা রইলো প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।