আমাদের বাসার সামনে দিয়ে যে সরু রাস্তা
সবুজ পরিধান করি তুমি রোজ যাও;
তুমি বোধহয় নবম শ্রেণী,
আমিও। তোমাদের স্কুলের বিপরীতে
শ্যাওলা পরা যে দালান ক্রমে ক্ষয়িষ্ণু
হচ্ছে; তার কোন এক ক্লাসে
এলজেব্রা কষতে গিয়ে আটকে যাচ্ছি।
অমনোযোগী ছাত্রের প্রতি
বিপিন পালের কোন দয়ামায়া নাই।
এলজেব্রা কষতে গিয়ে
আমি সবুজ কষি, কষি তোমার নাকফুল।
অমনোযোগের শাস্তি বেঞ্চে দাঁড়ানো,
তবে মন্দ লাগছে না।
জানালার বাইরে তোমাদের স্কুলের
চকচকে নতুন বিল্ডিং
অসংখ্য সবুজের সমারোহ।
কোন এক সবুজে তুমিও আছো
উৎসুক চোখ বাইরে তাকিয়ে আছে।
চোখের দূরবীন তোমাকে খুঁজছে
বুকে চিনচিনে ব্যাথা;
মেয়ে তুমি কী জানো
তুমিই বুকের ধ্রুপদী দাগ।
চোখের দূরবীন তোমাকে খুঁজছে
বুকে চিনচিনে ব্যাথা;
মেয়ে তুমি কী জানো
তুমিই বুকের ধ্রুপদী দাগ।