তবে কেন নিজেরে দিয়েছিলে যোদ্ধা বলে পরিচয় ?

জামাতি ফেসবুক পেজগুলো কিছুদিন নীরব ছিল কিন্তু রাজিব হত্যার পর থেকে ওদের শক্তি দেখি অনেক গুন বেড়ে গেছে।
রাজিবকে ওরা মৃত্যুর পরেও শান্তি দিচ্ছেনা। নাস্তিক বলে গালাগালি করে যাচ্ছে। নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
নব উদ্যম নিয়ে ওরা আবার সাইবার মাঠে নেমেছে। ঠিক যেন বিজয় উল্লাস।
কিন্তু পরিতাপের বিষয় আমাদের সাইবার যোদ্ধাদের ঠিক এই সময়ে পাওয়া যাচ্ছেনা।
শাহবাগ নিয়ে ২০ টার উপরে পেজ ছিল একটারও কোন খবর নাই। কারণটা কি ?
শিবিরের ভয়? যদি তাই হয় তবে বলি,
মরনে যদি পাও এতো ভয়,
তবে কেন নিজেরে দিয়েছিলে
যোদ্ধা বলে পরিচয় ?

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter