ব্লগে কমেন্টস এবং কিছু প্রাসঙ্গীক ভাবনা

how-to-build-community-blog

কোন ব্লগারের মনেই একটি জিজ্ঞাসা হয়তো ঘোরাফেরা করতে পারে, ব্লগের পোস্টগুলোতে কমেন্টস‌ কম কেন। কিন্তু কথাটা আদৌ সত্য নয়, কেউ যদি প্রশ্ন করেন, কেন সত্য নয়। উত্তর হলো- কমেন্টস কম কিনা সেটা জানার জন্য খুব বেশী দূরে যাবার প্রয়োজন নেই। এই ব্লগের প্রথম পাতাতেই রয়েছে উত্তর। যেমন ধরি গতকাল। নতুন পোস্ট: ৪৫টি। নতুন মন্তব্য: ১৪০৭টি। তাহলে গড় ৩২টি। এবার আপনিই বলুন কম কিনা !!
যা একটি নতুন ব্লগের জন্য শুধু অনেক নয়। বলা যেতে পারে আশাতীত। এর কৃতিত্ব কেবল সম্মানিত ব্লগারদের।

ব্লগটি নতুন হলেও যে কেউ নির্দ্ধিধায় আমার সাথে একমত হবেন শব্দনীড় আজ পর্যন্ত যে পর্যায়ে এসেছে, যে কোন ব্লগ কর্তৃপক্ষ অনেক আগেই এরকম একটি ব্লগকে আনুষ্ঠানিক উদ্বোধন পর্যন্ত করে ফেলতে পারতেন। কিন্তু শব্দনীড় সেটা করেনি। শব্দনীড় এগিয়ে যেতে চায়- সাধারন ব্লগারের সকল জানা চাহিদার সাথে অজানা বিষয়গুলোনকে সংযুক্ত করে পূর্ণাঙ্গ একটি প্লাটফর্ম তৈরী হওয়া পর্যন্ত। যার জন্য অহোদিন অহোরাত্রি সাইটের হালনাগাদকরণ নিয়ে এগিয়ে যাচ্ছে ব্লগ উন্নয়নের ভাবনাকে মাথায় রেখে। চলছে নিরলস কাজ।

ব্লগে এখনো কারিগরি ত্রুটি আছে তা স্বীকার করতেই হবে। আশা করা যায়, কর্তৃপক্ষ সেটা কাটিয়েও উঠবেন।

এ নিয়ে অনেকেই পোস্ট দিয়েছেন এবং এ নিয়ে আলোচনা করেছেন। প্রশ্নটির উত্তর খুব সহজ। শব্দনীড় একটি নতুন ব্লগ। এখানে রয়েছে সুক্ষ হিসাবের মাপকাঠি। যা বাংলাদেশের অন্য কোন ব্লগে নেই; এটা দ্ব্যর্থহীন ভাষায় বলা যায়। নান্দনিক ব্লগিং চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কিছু সুবিধা এবং অপশন রয়েছে, যা এখন পর্যন্ত অধিকাংশ ব্লগার রপ্ত করে উঠতে পারেন নাই।

এ ব্লগের অধিকাংশ লেখকই এখনো নতুন। ব্লগিং ব্যাপারটির সঙ্গে তারা সবে পরিচিত হতে শুরু করেছেন। নানা কারিগরী দিকগুলো আয়ত্ত না করার অলসতা এখনও কাটিয়ে উঠতে পারেননি। তবে নিজেকে জানান দেয়ার এবং নিজের লেখা প্রকাশ করার দিকে তাঁদের একটা ঝোঁক থাকবে এটাই স্বাভাবিক। ধীরে ধীরে নিশ্চয়ই তাঁরা অন্যদের লেখার দিকে মনোযোগ দিতে পারবেন। অন্যদের লেখা পড়ে সে বিষয়ে তাঁদের অভিমত জানাবেন এটা ব্লগ কর্তৃপক্ষ আশা করতেই পারে। সেজন্য কিছু সময় অপেক্ষা করতে হবে।
ব্লগিংয়ের সামাজিকতা, যোগাযোগ ব্যবস্থা, জানা-বোঝার ব্যাপারগুলো আয়ত্তে আসতে কিছু সময় লাগবে।

শব্দনীড় ব্লগের বাইরে যারা ব্লগিং করেন, তাঁরাও অভ্যাসবশতঃ আশা করেন তাঁদের লেখা পড়ে অন্যেরা কমেন্টস্/মন্তব্য করবেন। পারস্পারিক কথোপকথনের মধ্য দিয়ে একটি সুন্দর ও অর্থপূর্ণ আলোচনা গড়ে উঠবে। তাঁদের এ আকাঙ্খাও যুক্তিসঙ্গত।
একটি গোষ্ঠীবদ্ধ ব্লগিং-প্লাটফর্ম হিসেবে ব্লগ অবাধ আলোচনার ক্ষেত্র হয়ে উঠুক এটি আমরা চাই। কিন্তু রাতারাতি সেটি বাস্তবায়ন করা সম্ভব নয়। পারস্পারিক বোঝাপড়া, চেনাজানার মধ্য দিয়ে ধীরে ধীরে সেটি গড়ে উঠবে এটিই সকলের আশা।

আমরা চাই একটি সুন্দর এ সৌহার্দ্যপূর্ণ ব্লগিং প্লাটফর্ম।
সবাই নীতিমালা পড়ে ব্লগিং শুরু করছেন- এমনটা বলা যায়না বা যাবেনা। কিন্তু নীতিমালা লঙ্ঘন করে কেউ কাউকে আক্রমণ করলে/ আঘাত করলে আগাম নোটিশ সহ ব্লগ পরিচালক/কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ফলে, আমরা আশা করবো সবাই সংশয় দূর করে ব্লগিংয়ের কোলাহলে মেতে উঠুন। ব্লগটিকে জমজমাট করে তুলুন।
কিছু জানতে হলে ব্লগ পরিচালক বরাবর মেইল করুন।

নিজের সবচেয়ে ভাল লেখাটি শব্দনীড় এ দিন। সহ-ব্লগারদের ভাল লেখা পড়ুন। কিছু বলার থাকলে মন্তব্য করুন।
আপনার মন্তব্য তাঁকেও হয়তো টেনে আনবে আপনার ব্লগে। তিনি আপনার লেখা পড়বেন, এবং হয়তো মূল্যবান একটি মন্তব্যও করবেন। পরস্পরকে চিনুন। সমমনাদের খুঁজে বের করুন। সবার অংশগ্রহণে ব্লগ মুখরিত হয়ে উঠুক।

সবাইকে শুভেচ্ছা।
শুভ ব্লগিং।

sfff

আসুন এই সুযোগে নবীন-প্রবীন- নবাগত সবাই কয়েকটা প্রযোজনীয় বিষয় জেনে নেই। যা আমাদের ব্লগিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে পারে। ক্লিক করুন…
# শব্দনীড় সাহায্য।
# পোস্টে ছবি সংযোজনের সহজ ও বিকল্প উপায়-১
# ব্লগের কিছু আকর্ষণীয় ফিচার।
# এই ব্লগে প্রোফাইল ছবি সেট করার পদ্ধতি।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter