স্পর্শ কর আমার আমূল স্তব্ধতাকে…
অনুভবের দুঃসহ ভার
সর্বসত্তা জুড়ে আমার-
ঘুমের মত না- দেখা এক, কাঙ্খিতাকে দূর্বিপাকে
খুঁজে বেড়ায়।
কেউ কি জানে, কেউ কি দেখে
এই অবেলায়;
মেঘের মালা থেকে
খুলে গেছে নিবিড় পরম্পরা !!
রুদ্ধ ভাটিয়ালী
চরাচরে অবিশ্বাসের চড়া
বৈতরণীর পারে
ভেজা চাঁদের অশ্রু আমায় ডাকে…
পায়ের তলে মৃত্তিকা নয়, চোরাবালি
টানে কেবল গভীরতার মরণ- গুহার অন্ধকারে।
স্পর্শ কর আমার আমূল স্তব্ধতাকে…
সবাই চলে যায়- ফেরে না কেউ
তবু বলো না বিদায়।