চোরাবালি

weeeeeeeee

স্পর্শ কর আমার আমূল স্তব্ধতাকে…

অনুভবের দুঃসহ ভার
সর্বসত্তা জুড়ে আমার-
ঘুমের মত না- দেখা এক, কাঙ্খিতাকে দূর্বিপাকে
খুঁজে বেড়ায়।

কেউ কি জানে, কেউ কি দেখে
এই অবেলায়;
মেঘের মালা থেকে
খুলে গেছে নিবিড় পরম্পরা !!

রুদ্ধ ভাটিয়ালী
চরাচরে অবিশ্বাসের চড়া
বৈতরণীর পারে
ভেজা চাঁদের অশ্রু আমায় ডাকে…

পায়ের তলে মৃত্তিকা নয়, চোরাবালি
টানে কেবল গভীরতার মরণ- গুহার অন্ধকারে।

স্পর্শ কর আমার আমূল স্তব্ধতাকে…
সবাই চলে যায়- ফেরে না কেউ
তবু বলো না বিদায়।

weeeeeeeeea

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter