প্রাগৈতিহাসিক মনসার কাল
এসে গতরাতে রেখে গেছে ইতিহাস
আমার অদৃশ্য গ্রন্থে, জানতে পারি নি।
অবিমিশ্র চন্দ্রালোকে
নির্বাক নিহত আমি স্বপ্নহীন।
ভবিষ্যতশূন্য একটি জীবন
হয়তো এভাবেই ক্ষয় হয়ে যায়।
নিষিদ্ধ নির্মোহে আবৃত আমার তন্দ্রা।
পাপ- পূণ্য অর্থহীন। সমূহ আশ্বাস
কষ্ট হয়ে ঝরে পড়ে বিনাশী,
বিদেহী বৃষ্টিপাতে।
স্মৃতি থেকে নেয়া প্রিয় একটি লিখা।