অমানিশা কেটে গেল ফুটফুটে চাঁদের আলো
প্রকৃতির হাসি মাখা মুখ নয়নে দেখি ভালো
তন্দ্রাহীন রাত প্রকৃতির মুগ্ধ প্রাণে জাগরণ
শান্তি বারতা নিয়ে রজনীতে কার আগমন
বন্ধ হোক বিশ্ব দামামা চাই শান্তির ঠিকানা।
সুনসান নীরবতা বাগানে জোনাকির খেলা
চাঁদনী ভরা আঁধারে ঝিঝি পোকার মেলা
বৃষ্টি হলেই ব্যাঙ ডাকে বিলে শাপলা ফুটে
নদী-নালা খাল-বিল অথৈ জলে ভরে উঠে
বাদলে বান উঠলে খাল-বিলে মাছ ঢুকে।
চাঁদনী রাত পোহাল ফজরের আযান হল
পাখির কলোহলে সবার ঘুম ভেঙ্গে গেল
চাঁদ মামার প্রস্থান সূর্যি মামার আগমন
রঙ্গিন প্রভা নিয়ে ভরা মণ্ডলে করে গমন
একাকি নীরবে ভাবি সৃষ্টি খেলা নিরন্তর।
রাজা-বাদশার হুংকার রাজ্য জয় করার
সৃষ্টিকূল ধ্বংস হবে প্রাণে লড়াই মরার
কেনো হিংসা বিদ্বেষ মানবে মানবে ভেদ
অশান্তির বেড়া জালে কত জাতি শেষ
চাঁদনী ন্যায় এ ধরা হোক শান্তির দেশ।
০২-০৬-১৭ খ্রি.
[গভীর রাত, বাড়ির বেলকনিতে লিখা]
‘হিংসা বিদ্বেষ মানবে মানবে ভেদ
অশান্তির বেড়া জালে কত জাতি শেষ
চাঁদনী ন্যায় এ ধরা হোক শান্তির দেশ।’
মানব কল্যাণের এই নন্দিত আহ্বানের সাথে সহমত জ্ঞাপন করছি।
নতুন মানুষ আপনি নন; ঘরের মানুষ। তারপরও স্বাগতম জানাই বাসেত ভাই।
আপনাক সহ শব্দনীড় পরিবারকে ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক
আপনাকে ধন্যবাদ।
*ঈদ মোবারক কবি দা।